বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক ৩ ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। ম্যাচ ৩ টি হবে আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর।
বাংলাদেশ এ পর্যন্ত দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। ২০১৪ সালের এশিয়া কাপে দেশের মাটিতে হেরেছে ৩২ রানে। তবে গত বছর বিশ্বকাপে ১০৫ রানে জিতেছে বাংলাদেশ ।
Share & Like
hotnewsbd24hour
Sunday, 28 August 2016
Friday, 26 August 2016
সৌদি আরবে ৮০ ফুট লম্বা মানুষের কংকাল আবিস্কার
তেল -গ্যাস অনুসন্ধান করতে গিয়ে ২০০৪ সালে এই কঙ্কাল পাওয়া যায় বলে ধারনা করা হয়।
এটা লম্বায় ৬০-৮০ ফিট( ১৮-২৪ মিটার) ছিল।
ইসলাম এবং হিন্দু সাস্ত্রে এই দ্বৈত আকৃতির মানুষ ছিল বলে প্রমান তুলে ধরা হয়।
কিন্তু অনেকে বলে এটা ফটোশপের কারুকাজ আবার অনেকে এটাকে ধর্মীও দিক থেকে প্রমান তুলে ধরেছিলেন। আল্লাহ্ পাক রব্বুল আলামিন ভালো জানেন আসল সত্যি।
এটা লম্বায় ৬০-৮০ ফিট( ১৮-২৪ মিটার) ছিল।
ইসলাম এবং হিন্দু সাস্ত্রে এই দ্বৈত আকৃতির মানুষ ছিল বলে প্রমান তুলে ধরা হয়।
কিন্তু অনেকে বলে এটা ফটোশপের কারুকাজ আবার অনেকে এটাকে ধর্মীও দিক থেকে প্রমান তুলে ধরেছিলেন। আল্লাহ্ পাক রব্বুল আলামিন ভালো জানেন আসল সত্যি।
ন্যাশনাল জিওগ্রাফিক অবলম্বনে
পোস্টটি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিবেন
Monday, 22 August 2016
ধুম-৪ এ দেখা যাবে বলিউড বাদশাহ শাহ্রুখ খানকে
যশরাজ ব্যানারে ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি একের পর এক সিরিজ ধুম-২,ধুম-৩ বের করে বক্স অফিসে রেকর্ড করেছে।
মাস খানেক আগেও শোনা গেছে এই পর্বে অভিনয় করবে তেলেগু সুপারস্টার প্রভাস পরে শোনা যায় সালমান খান পরে আবার শোনা যায় শাহ্রুখ খান। তবে এই খবর সত্যি কিনা টা এখনও বলা সম্ভব নয় কারন এ ব্যাপারে যসরাজ ব্যানার এখনও অফিসিয়ালি কিছু জানায় নি।
share and like
সূরা আল- হাশরের সর্বশেষ তিন আয়াত সমূহের উপকারিতা ও কল্যাণ
তিরমিযিতে হযরত মা'কাল ইবনে ইয়াসার (রাঃ) - এর বর্ণিত রেওয়াতে রসুলুল্লাহ (সাঃ) বলেন ঃ যে ব্যক্তি সকালে ৩ বার "আয়ুজুবিলল্লাহ হিসসামি আলিম মিমিনাস শাইতনির রযিম" পাঠ করার পর সূরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ্ তাআলা তাঁর জন্যে সতর হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তাঁরা সন্ধ্যা পর্যন্ত সেই ব্যক্তির জন্য রহমতের দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে, সেও এই মর্তবা লাভ করবে। -(মাযহারি)।
(আল্লাহ্ পাক ক্ষমাশীল - কোন ভুল হলে আল্লাহ্ পাক আমাদের ক্ষমা করুক)
Share & Like
মিরপুরে কার্পেটের দোকানে আগুন নিয়ন্ত্রণে তবে বসুন্ধরা সিটি শপিং মল থেকে এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে
আজ (সোমবার) মিরপুর ১০ নম্বর গোল চত্বর এর কাছে আল হেলাল হাসপাতালের উল্টো দিকে পদ্দা বিলাস নামক ছয় তলা ভবনের নিচতলায় সকাল ৮ঃ৩০ আগুন লাগে । অগ্নিনিরবাহক কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং এ দুর্ঘটনায় নিহত হয় এক জন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন- লেভেল চার, পাঁচ ও ছয়ের এখন ও অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি , সেখান থেকেই মূলত ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।
Share & Like
Picture:BBC bangla
ওদিকে গত কাল রোববার বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন- লেভেল চার, পাঁচ ও ছয়ের এখন ও অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি , সেখান থেকেই মূলত ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।
Share & Like
Saturday, 20 August 2016
তুরস্কে বোমা বিস্ফোরণ :নিহত অন্তত ৩০ জন ও অহত প্রায় ৯৪ জন
Picture:AP
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৯৪ জনের মত অহত হয়। এর আগের সপ্তাহেও পুলিশ ও সেনাবাহিনিকে উদ্দেশ্য করে পি.কে.কে. গুরুপের বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়। Share & Like
Subscribe to:
Posts (Atom)