Saturday, 13 August 2016

মুস্তাফিজের সুস্থতার জন্য শুভ কামনা রইল

সার্জেন ওয়ালেস,মুস্তাফিজুর রহমান ও মুস্তাফিজের বন্ধ ু ফারুক হুসাইন 
কাঁধে অস্ত্রপাচারের পর মুস্তাফিজুর রহমানের অবস্থা এখন সহনীয় পর্যায়ে, তিনি সুস্থ ও ভালো আছেন ।আজ সকালে (শনিবার) তাঁকে হাসপাতাল ছারতে হতে পারে।  তিনি তাঁর ভক্ত দের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার তাঁর বাঁ কাঁধে অস্ত্রপাচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জেন ওয়ালেস ।



লন্ডনে অবস্থান রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান নিয়মিত তাঁর খোঁজ খবর রাখছেন এবং তিনি জানান , মুস্তাফিজের অস্ত্রপাচারের সময় পাশে থাকার জন্যই মূলত তাঁর লন্ডনে আসা।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজকে দেখতে গিয়েছিলেন বিপিএল এর দল কুমিল্লা ভিকটোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।





Share & Like

No comments:

Post a Comment