Picture:Anandabazar
হে জি মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং- এ রুপা জেতেন। মেডেল নিয়ে পেডিয়াম থেকে নিচে নামছেন ,তখনই গম্ভীর মুখে তারই সতীর্থ কিন কুই হাজির হন তাঁর সামনে। হাঁটু মুড়ে বসে পরেন।কি ঘটছে তা দেখার জন্য সবার চোখ জি-কিনের দিকে। কিন পকেট থেকে একটি লাল রং এর একটি বক্স বের করে, জি এর দিকে বক্সটি বাড়িয়ে দিয়ে সলজ্জে বিয়ের প্রস্তাব দেন।
অপেক্ষা ছিল উত্তরের !
প্রথমে জি হতভম্ব হয়ে যান কিনের এমন কান্ড দেখে। তবে দেরি না করে জি - সম্মতি দেন কিন এর প্রস্তাবে। কিন এঙ্গেজমেনটের রিং পড়িয়ে দেন জি কে। গোটা পেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে।
Share & Like
No comments:
Post a Comment