Picture:BBC bangla
ওদিকে গত কাল রোববার বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন- লেভেল চার, পাঁচ ও ছয়ের এখন ও অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি , সেখান থেকেই মূলত ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।
Share & Like
No comments:
Post a Comment