Wednesday, 3 August 2016

মোস্তাফিজের কাঁধে অস্ত্রপাচারের পক্ষে সার্জেন লেনারড ফাংক


সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া মোস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রপাচারের পক্ষে মত দিয়েছেন   আরথোপেডিক্স স্পোর্টস সায়েন্স বিশেষজ্ঞ  সার্জেন লেনারড ফাংক । এর আগে এ বিষয়ে মত দেন বিশেষজ্ঞ সার্জেন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচার।
তবে এ অস্ত্রপাচারের পর মোস্তাফিজ  থেকে মাস মাঠে খেলতে পারবেন না ।



Share & Like


No comments:

Post a Comment