Monday, 15 August 2016

বাঙ্গালির শোকের দিনের স্মরণে জাতির জনক



চর্যাপদের কবি দ্রোহ থেকে কৈবর্ত্য। ফকির বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন। বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমীর।কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু।চট্টলার সেনাপতি সূর্য সেন, প্রীতিলতা। ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে। বিনয়-বাদল-দিনেশ থেকে সুভাসচন্দ্র বসু।রবী ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক , নজরুলের দ্রোহ। সব সাহসের একত্রিত উচ্চারণ -  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কিউবার প্রেসিডেন্ট  ফিদেল কাস্ত্রো বলেছিলেন- আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিব কে দেখেছি।

আজ ১৫ই আগস্ট , বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪১ তম বার্ষিকী। দিনটি উপলক্ষে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, গ্রহণ করা হয়েছে নানা রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি।
বাঙ্গালী জাতির ঐক্য , রাজনৈতিক অধিকার , নিদৃষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ত আদায়, সর্বপরি স্বাধীন বাংলাদেশ  প্রতিষ্ঠায়  জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভুমিকা বাঙ্গালী জাতি কোনদিনও ভুলবেনা। শ্রোদ্ধা ভরে সরণ করি তোমায়।








Share & Like

No comments:

Post a Comment