তুরস্কে বোমা বিস্ফোরণ :নিহত অন্তত ৩০ জন ও অহত প্রায় ৯৪ জন
Picture:AP
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৯৪ জনের মত অহত হয়। এর আগের সপ্তাহেও পুলিশ ও সেনাবাহিনিকে উদ্দেশ্য করে পি.কে.কে. গুরুপের বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়।
No comments:
Post a Comment