Wednesday, 3 August 2016

মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনতে আশাবাদী নতুন কোচ এদ্গারদো বাউসা



গত সোমবার ১ আগস্ট নতুন কোচ হিসেবে  এদ্গারদো বাউসার নাম ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন । দায়িত্ব পেয়েই প্রথম লক্ষ্য হিসেবে তিনি ঠিক করেন মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনার ।
গত জুনে শেষ সপ্তাহে কোপা  অ্যামেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারের হারের পর পরই আন্তর্জাতিক খেলা থেকে অবসরের ঘোষণা দেন তিনি ।২০১৪ সালের বিশ্বকাপ সহ টানা ৩ বছরে ৩ টি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট ৪ টি প্রতিযোগিতায় ফাইনালে তুলে কোন শিরোপা জিততে ব্যর্থ হন বর্ষ সেরা এ ফুটবলার । বারবার স্বপ্ন ভাঙ্গার হতাশাতেই তিনি জাতীয় দলে না খেলার ঘোষণা দেন।তবে তাকে ফিরিয়ে আনতে আশাবাদী এ নতুন কোচ।




Share & Like


No comments:

Post a Comment