প্যারাসুট ছারাই ২৫০০০ হাজার ফুট উপড় থেকে লাফ দিয়ে ইতিহাস করলেন Luke Aikins
Luke Aikins শনিবার ৩০শে জুলাই ক্যালিফোর্নিয়ার সিমি ভেলি থেকে একটি ছোট প্রপেলার বিমান থেকে লাফ দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।
৪২ বছর বয়সী luke Aikins কোনপ্রকার প্যারাসুট ছারাই ২৫০০০ হাজার ফুট উপর থেকে লাফ দিয়েছেন যেটা টেলিভিশন এ লাইভ দেখান হয়েছে।
Telegraph Uk
Mr. Aikins একজন skydivers এবং তার পতনের সময় তার সাথে আর ৩ জন skydivers ছিলেন যারা প্যারাসুট পরিহিত ছিল।
তিনি ঘণ্টায় ১৫০ মাইল বেগে নিচে পরতে থাকেন আর নিজের পজিশন নেটে নেয়ার জন্য লাইট ব্যবহার করেন।
২ বছর আগে তিনি এই প্লান করেন এবং তার সফল উড্ডয়নের জন্য তিনি তার crew মেম্বেরদের ধন্যবাদ জানান ।
Mr aikins বলেন -"আমি প্রায় ভাসতে থাকি যা ঘটেছে সেটা অবিশ্বাসও , Its Awesome" ।
EPA
Sky Sports
Share & Like
No comments:
Post a Comment