এটা লম্বায় ৬০-৮০ ফিট( ১৮-২৪ মিটার) ছিল।
ইসলাম এবং হিন্দু সাস্ত্রে এই দ্বৈত আকৃতির মানুষ ছিল বলে প্রমান তুলে ধরা হয়।
কিন্তু অনেকে বলে এটা ফটোশপের কারুকাজ আবার অনেকে এটাকে ধর্মীও দিক থেকে প্রমান তুলে ধরেছিলেন। আল্লাহ্ পাক রব্বুল আলামিন ভালো জানেন আসল সত্যি।
ন্যাশনাল জিওগ্রাফিক অবলম্বনে
পোস্টটি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিবেন
No comments:
Post a Comment