বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক ৩ ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। ম্যাচ ৩ টি হবে আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর।
বাংলাদেশ এ পর্যন্ত দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। ২০১৪ সালের এশিয়া কাপে দেশের মাটিতে হেরেছে ৩২ রানে। তবে গত বছর বিশ্বকাপে ১০৫ রানে জিতেছে বাংলাদেশ ।
Share & Like
Sunday, 28 August 2016
Friday, 26 August 2016
সৌদি আরবে ৮০ ফুট লম্বা মানুষের কংকাল আবিস্কার
তেল -গ্যাস অনুসন্ধান করতে গিয়ে ২০০৪ সালে এই কঙ্কাল পাওয়া যায় বলে ধারনা করা হয়।
এটা লম্বায় ৬০-৮০ ফিট( ১৮-২৪ মিটার) ছিল।
ইসলাম এবং হিন্দু সাস্ত্রে এই দ্বৈত আকৃতির মানুষ ছিল বলে প্রমান তুলে ধরা হয়।
কিন্তু অনেকে বলে এটা ফটোশপের কারুকাজ আবার অনেকে এটাকে ধর্মীও দিক থেকে প্রমান তুলে ধরেছিলেন। আল্লাহ্ পাক রব্বুল আলামিন ভালো জানেন আসল সত্যি।
এটা লম্বায় ৬০-৮০ ফিট( ১৮-২৪ মিটার) ছিল।
ইসলাম এবং হিন্দু সাস্ত্রে এই দ্বৈত আকৃতির মানুষ ছিল বলে প্রমান তুলে ধরা হয়।
কিন্তু অনেকে বলে এটা ফটোশপের কারুকাজ আবার অনেকে এটাকে ধর্মীও দিক থেকে প্রমান তুলে ধরেছিলেন। আল্লাহ্ পাক রব্বুল আলামিন ভালো জানেন আসল সত্যি।
ন্যাশনাল জিওগ্রাফিক অবলম্বনে
পোস্টটি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিবেন
Monday, 22 August 2016
ধুম-৪ এ দেখা যাবে বলিউড বাদশাহ শাহ্রুখ খানকে
যশরাজ ব্যানারে ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি একের পর এক সিরিজ ধুম-২,ধুম-৩ বের করে বক্স অফিসে রেকর্ড করেছে।
মাস খানেক আগেও শোনা গেছে এই পর্বে অভিনয় করবে তেলেগু সুপারস্টার প্রভাস পরে শোনা যায় সালমান খান পরে আবার শোনা যায় শাহ্রুখ খান। তবে এই খবর সত্যি কিনা টা এখনও বলা সম্ভব নয় কারন এ ব্যাপারে যসরাজ ব্যানার এখনও অফিসিয়ালি কিছু জানায় নি।
share and like
সূরা আল- হাশরের সর্বশেষ তিন আয়াত সমূহের উপকারিতা ও কল্যাণ
তিরমিযিতে হযরত মা'কাল ইবনে ইয়াসার (রাঃ) - এর বর্ণিত রেওয়াতে রসুলুল্লাহ (সাঃ) বলেন ঃ যে ব্যক্তি সকালে ৩ বার "আয়ুজুবিলল্লাহ হিসসামি আলিম মিমিনাস শাইতনির রযিম" পাঠ করার পর সূরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ্ তাআলা তাঁর জন্যে সতর হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তাঁরা সন্ধ্যা পর্যন্ত সেই ব্যক্তির জন্য রহমতের দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে, সেও এই মর্তবা লাভ করবে। -(মাযহারি)।
(আল্লাহ্ পাক ক্ষমাশীল - কোন ভুল হলে আল্লাহ্ পাক আমাদের ক্ষমা করুক)
Share & Like
মিরপুরে কার্পেটের দোকানে আগুন নিয়ন্ত্রণে তবে বসুন্ধরা সিটি শপিং মল থেকে এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে
আজ (সোমবার) মিরপুর ১০ নম্বর গোল চত্বর এর কাছে আল হেলাল হাসপাতালের উল্টো দিকে পদ্দা বিলাস নামক ছয় তলা ভবনের নিচতলায় সকাল ৮ঃ৩০ আগুন লাগে । অগ্নিনিরবাহক কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং এ দুর্ঘটনায় নিহত হয় এক জন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন- লেভেল চার, পাঁচ ও ছয়ের এখন ও অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি , সেখান থেকেই মূলত ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।
Share & Like
Picture:BBC bangla
ওদিকে গত কাল রোববার বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন- লেভেল চার, পাঁচ ও ছয়ের এখন ও অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি , সেখান থেকেই মূলত ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।
Share & Like
Saturday, 20 August 2016
তুরস্কে বোমা বিস্ফোরণ :নিহত অন্তত ৩০ জন ও অহত প্রায় ৯৪ জন
Picture:AP
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৯৪ জনের মত অহত হয়। এর আগের সপ্তাহেও পুলিশ ও সেনাবাহিনিকে উদ্দেশ্য করে পি.কে.কে. গুরুপের বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়। Share & Like
Wednesday, 17 August 2016
হযরত আদম (আঃ) এর কবর
হযরত আদম (আঃ) ইসলামের প্রথম নবী, পৃথিবীর প্রথম মানব ,যাকে ইসলামে আদি পিতা বলা হয়।
তিনি ছিলেন ৯০ ফিট লম্বা ,৬০ হাত বা ২৮ মিটার। ছবিটি নিজে দেখুন অপর কে দেখার সুযোগ করে দিন।
Share & Like
Tuesday, 16 August 2016
অলেম্পিকে হে জির মিললো পদক ও বিয়ের প্রস্তাব
Picture:Anandabazar
হে জি মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং- এ রুপা জেতেন। মেডেল নিয়ে পেডিয়াম থেকে নিচে নামছেন ,তখনই গম্ভীর মুখে তারই সতীর্থ কিন কুই হাজির হন তাঁর সামনে। হাঁটু মুড়ে বসে পরেন।কি ঘটছে তা দেখার জন্য সবার চোখ জি-কিনের দিকে। কিন পকেট থেকে একটি লাল রং এর একটি বক্স বের করে, জি এর দিকে বক্সটি বাড়িয়ে দিয়ে সলজ্জে বিয়ের প্রস্তাব দেন।
অপেক্ষা ছিল উত্তরের !
প্রথমে জি হতভম্ব হয়ে যান কিনের এমন কান্ড দেখে। তবে দেরি না করে জি - সম্মতি দেন কিন এর প্রস্তাবে। কিন এঙ্গেজমেনটের রিং পড়িয়ে দেন জি কে। গোটা পেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে।
Share & Like
দাজ্জাল রুপি শিশুর জন্ম
এক চোখ ওলা, নাক বিহিন শিশুর জন্ম। ইন্টারনেট বিশ্বে এই ভিডিও টি ভাইরাল হয়ে দেখা দিয়েছে ।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুটিকে রহমত দান করুন । আমরা সবাই দোয়া করি। আমিন।
ভিডিও টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
https://youtu.be/Eo_R-Qkfcxw
Share & Like
Monday, 15 August 2016
বাঙ্গালির শোকের দিনের স্মরণে জাতির জনক
চর্যাপদের কবি দ্রোহ থেকে কৈবর্ত্য। ফকির বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন। বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমীর।কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু।চট্টলার সেনাপতি সূর্য সেন, প্রীতিলতা। ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে। বিনয়-বাদল-দিনেশ থেকে সুভাসচন্দ্র বসু।রবী ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক , নজরুলের দ্রোহ। সব সাহসের একত্রিত উচ্চারণ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বলেছিলেন- আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিব কে দেখেছি।
আজ ১৫ই আগস্ট , বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪১ তম বার্ষিকী। দিনটি উপলক্ষে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, গ্রহণ করা হয়েছে নানা রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি।
বাঙ্গালী জাতির ঐক্য , রাজনৈতিক অধিকার , নিদৃষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ত আদায়, সর্বপরি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভুমিকা বাঙ্গালী জাতি কোনদিনও ভুলবেনা। শ্রোদ্ধা ভরে সরণ করি তোমায়।
Share & Like
Sunday, 14 August 2016
কলম্বিয়া কে হারিয়ে রিও অলেম্পিক ফুটবলের সেমি ফাইনালে ব্রাজিল
নেইমার ও লুয়ানার গোলে কলম্বিয়া কে হারিয়ে রিও অলেম্পিক ফুটবলের সেমি ফাইনালে ব্রাজিল।বাংলাদেশ সময় ১৩ আগস্ট ,রোববার সকালে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল।
স্থানীয় সময় আগামী বুধবার মারাকানা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা হনডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল।
ওদিকে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে নাইজেরিয়া, পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে জার্মানি সেমি ফাইনালে উঠেছে ।
Share & Like
স্থানীয় সময় আগামী বুধবার মারাকানা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা হনডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল।
ওদিকে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে নাইজেরিয়া, পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে জার্মানি সেমি ফাইনালে উঠেছে ।
Share & Like
Saturday, 13 August 2016
Come back Mustafizur Rhaman as a cure
After a moderate leave of surgical Mustafizur Rhaman shoulder now, he is health and well. This morning (Saturday) he may leave to Hospital.Others he asked fans to pray for his recover. London's Cromwell Hospital an orthopedic surgeon Dr. Andrew Wallace has to operate on his left shoulder on Thursday .
Share & Like
মুস্তাফিজের সুস্থতার জন্য শুভ কামনা রইল
সার্জেন ওয়ালেস,মুস্তাফিজুর রহমান ও মুস্তাফিজের বন্ধ ু ফারুক হুসাইন
কাঁধে অস্ত্রপাচারের পর মুস্তাফিজুর রহমানের অবস্থা এখন সহনীয় পর্যায়ে, তিনি সুস্থ ও ভালো আছেন ।আজ সকালে (শনিবার) তাঁকে হাসপাতাল ছারতে হতে পারে। তিনি তাঁর ভক্ত দের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার তাঁর বাঁ কাঁধে অস্ত্রপাচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জেন ওয়ালেস ।
লন্ডনে অবস্থান রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান নিয়মিত তাঁর খোঁজ খবর রাখছেন এবং তিনি জানান , মুস্তাফিজের অস্ত্রপাচারের সময় পাশে থাকার জন্যই মূলত তাঁর লন্ডনে আসা।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজকে দেখতে গিয়েছিলেন বিপিএল এর দল কুমিল্লা ভিকটোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
Share & Like
Tuesday, 9 August 2016
জায়ান্ট সাপ
বিশ্বের সবচাইতে বিপদজনক প্রাণীর মধ্যে একটি হল এই সাপ।
বর্তমানে বিদ্যদমান বড় সাপ হল জালিকাকার পাইথন যা ২৩ ফিট লম্বা হয়।
সাম্প্রতিক প্রত্ততত্তবিদরা প্রাচিন সাপের ফসিল পায় যার নাম রাখা হয় Titanoboa।
এই সাপ ৪৫ ফিট লম্বা হয় এবং ওজন হয় ২৫০০ পাউন্ড ।
এটি সহজে গরু ও মহিষের মত বড় প্রাণীকে গ্রাস করতে পারত।
Share and Like
T20 তে সর্বচ্চো উইকেট শিকারি বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান
T20 তে সর্বকালের সবচেয়ে সফল স্পিনার এখন সাকিব আল হাসান। বিশ্বের সকল বোলার দের পিছনে ফেলে সাকিব আল হাসান T20 তে এখন বিশ্বের ১ নব্বর স্পিনার বোলার । T20 ক্রিকেটে স্পিনারদের মধ্যে সর্বচ্চো উইকেট শিকারি । অভিনন্দন সাকিব আল হাসান।
Share & Like
Share & Like
Monday, 8 August 2016
রিও অলেম্পিক উদবোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বাহী গ্লফার সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি অলেম্পিক খেলায় সরাসরি নির্বাচিত হন ।৬ আগস্ট, ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে রিও অলেম্পিক ২০১৬ উদবোধনী অনুষ্ঠানে গ্লফার সিদ্দিকুর রহমান নেতৃতে বাংলাদেশের পতাকা বহন করে।
Share & Like
যে নারী রাঁধতে জানেনা তাঁকে বিয়ে না করার পরামর্শ(ধর্মযাজক)
এনোক আদেবোয়ে নাইজেরিয়ার একজন প্রভাবশালী ও সম্মানিত ধর্মযাজক।তিনি যখন কোন বক্তব্য দেন তা অনুসরণ করেনা এমন লোক খুব কমই সে দেশে। কিন্তু সম্প্রতি ৭৪ বছর বয়স্ক এ ধর্মযাজক এর এক বক্তব্য নিয়ে তুমুল ঝর উঠেছে।
অবিবাহিতদের বিয়ের পরামর্শ দিতে গিয়ে , পুরুষদের উদ্দেশে বলেন-" এমন নারী কে বিয়ে করনা যে রাঁধতে জানেনা, সে স্ত্রী হিসেবে ভালো হবেনা "।
আবার নারীদের উদ্দেশে বলেন-"চাকরি নেই এমন পুরুষ কে বিয়ে করনা। নিজ ঘরের জন্যই পুরুষ কে কাজ করতে হবে, অন্য কিছুর জন্য নয় "।
নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে ধর্মীয় রীতিনীতি দৈনন্দিন জীবন যাপনে প্রভাব রয়েছে, এমন কি আইনি বিধিনিষেধেও ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায়। নাইজেরিয়ার ৪৮% নারী কর্মজীবী।
ধর্মযাজকের এ ব্যক্তব কিছুটা সমালোচিত হলেও তবে যারা এই ধর্মযাজককে অনুসরণ করেন তাঁদের মতে ঈশরের মত এ ধর্মযাজককে সমালোচনা করা ঠিক হয় না।
Share & Like
অবিবাহিতদের বিয়ের পরামর্শ দিতে গিয়ে , পুরুষদের উদ্দেশে বলেন-" এমন নারী কে বিয়ে করনা যে রাঁধতে জানেনা, সে স্ত্রী হিসেবে ভালো হবেনা "।
আবার নারীদের উদ্দেশে বলেন-"চাকরি নেই এমন পুরুষ কে বিয়ে করনা। নিজ ঘরের জন্যই পুরুষ কে কাজ করতে হবে, অন্য কিছুর জন্য নয় "।
নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে ধর্মীয় রীতিনীতি দৈনন্দিন জীবন যাপনে প্রভাব রয়েছে, এমন কি আইনি বিধিনিষেধেও ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায়। নাইজেরিয়ার ৪৮% নারী কর্মজীবী।
ধর্মযাজকের এ ব্যক্তব কিছুটা সমালোচিত হলেও তবে যারা এই ধর্মযাজককে অনুসরণ করেন তাঁদের মতে ঈশরের মত এ ধর্মযাজককে সমালোচনা করা ঠিক হয় না।
Share & Like
হযরত মুসা(আঃ) হযরত আইয়ুব(আঃ) ও হযরত ইমরান(আঃ) এর সমাধিস্থল (সুবহানাল্লাহ)
Grave of Hazrat Moosa (A.S) in Israel
Prophet Ayub (A.S) Grave in Salalah Oman
Prophet Imran (A.S) Grave in Salalah in the Dhofar, Oman
ভালো লাগলে Share & Like দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন
বাংলাদেশী ফাস্ট বলার মুস্তাফিজারের কাঁধের অপারেশন আগামী ১১ আগস্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর দেয়া তথ্য অনুযায়ী আগামী ১১ আগস্ট বাংলাদেশী ফাস্ট বলার মুস্তাফিজারের কাঁধের অপারেশন হতে যাচ্ছে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ।
Dr. Andrew Wallace
লন্ডনের ফোরটিয়াস ক্লিনিক এর অভিজ্ঞ আর্থপেডিক সার্জেন অ্যান্ডরু ওয়ালেস এ অপারেশন করবেন । সাসেক্স দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই খেলার পর তিনি এ চোটের কবলে পরেন এবং অপারেশনের পর রেস্টের জন্য ৬ মাস লাগতে পারে।Share & Like
Sunday, 7 August 2016
পবিত্র কাবা শরীফ সুবহানাল্লাহ
পবিত্র কাবা শরীফের কিছু পিকচার সুবহানাল্লাহ নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন
ভাল লাগলে Share and Like দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন
Saturday, 6 August 2016
Rio Olympic 2016 opening ceremony Fireworks
Some snapshot of Rio Olympic 2016 Opening ceremony
Click to view Opening ceremony Fireworks
Picture from nbc
Share & Like
Thursday, 4 August 2016
দেখুন কি ভাবে নৃশংস ভাবে বাঘের থাবায় চিনা মহিলার মৃত্যু
চিনের সাফারি পার্কে গাড়ি থেকে নামার পর পরই একটি বাঘ আসে চিনা এই মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং পরিবারের সদস্য দের সামনে নৃশংস ভাবে হত্যা করে।
দেখতে নিচের লিংকে কিলিক করুন ...
women-attack-by-tiger
Share & Like
Wednesday, 3 August 2016
মোস্তাফিজের কাঁধে অস্ত্রপাচারের পক্ষে সার্জেন লেনারড ফাংক
সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া মোস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রপাচারের পক্ষে মত দিয়েছেন আরথোপেডিক্স স্পোর্টস সায়েন্স বিশেষজ্ঞ সার্জেন লেনারড ফাংক । এর আগে এ বিষয়ে মত দেন বিশেষজ্ঞ সার্জেন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচার।
তবে এ অস্ত্রপাচারের পর মোস্তাফিজ ৩ থেকে ৬ মাস মাঠে খেলতে পারবেন না ।
Share & Like
মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনতে আশাবাদী নতুন কোচ এদ্গারদো বাউসা
গত সোমবার ১ আগস্ট নতুন কোচ হিসেবে এদ্গারদো বাউসার নাম ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন । দায়িত্ব পেয়েই প্রথম লক্ষ্য হিসেবে তিনি ঠিক করেন মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনার ।
গত জুনে শেষ সপ্তাহে কোপা অ্যামেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারের হারের পর পরই আন্তর্জাতিক খেলা থেকে অবসরের ঘোষণা দেন তিনি ।২০১৪ সালের বিশ্বকাপ সহ টানা ৩ বছরে ৩ টি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট ৪ টি প্রতিযোগিতায় ফাইনালে তুলে কোন শিরোপা জিততে ব্যর্থ হন বর্ষ সেরা এ ফুটবলার । বারবার স্বপ্ন ভাঙ্গার হতাশাতেই তিনি জাতীয় দলে না খেলার ঘোষণা দেন।তবে তাকে ফিরিয়ে আনতে আশাবাদী এ নতুন কোচ।
Share & Like
Tuesday, 2 August 2016
ডোনালড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য -বারাক ওবামা
Picture: Reuters
জর্জিয়ার আটলান্টায় অক্ষম আমেরিকানস বার্ষিক জাতিয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন যে , ডোনালড ট্রাম্প সেই মুসলিম ফ্যামিলিকে অপমান করেছেন যার সন্তান আমেরিকার হয়ে ইরাক যুদ্ধে নিহত হয়েছেন ।
যার মধ্যে সমালচনামুলক বিষয় বঝার অভাব রয়েছে তিনি কেমন করে আমেরিকার নেতৃত্ব দিবেন।
তিনি বলেন , He is "woefully unprepared" to serve as President.
Share and Like
Subscribe to:
Posts (Atom)